দোলনা থেকে কবর পর্যন্ত যা প্রয়োজন সবই আছে এই গ্রন্থে ফ্ল্যাপে লেখা কথা সম্পাদক মহোদয় গ্রন্থটিতে খুঁজে খুঁজে মানুষের রাজনৈতিক,অরাজনৈতিক,সামাজিক ও ধর্মীয় বিষয়গুলো যেভাবে বর্ণ ভিত্তিক উপস্থাপন করেছেন- তা অবশ্যই প্রশংসার দাবী রাখে।একজন মানুষের দোলনা থেকে কবর পর্যন্ত যা যা প্রয়োজন এর সবই আছে এই গ্রন্থে।জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে যে কোন ব্যক্তি সূচিপত্র দেখে পৃষ্ঠা উল্টালেই মহাগ্রন্থ আল কোরআনের নির্দেশ খুঁজে পাবেন।এখন কোন কিছুর জন্যই কোরআন শরীফ খুঁজতে হবে না।গ্রন্থটির সম্পাদক এর জন্য যে পরিশ্রম করেছেন তার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন তার উপরে বিশেষ রহমত বর্ষণ করেন। উল্লেখ্যযোগ্য বিষয় এই যে ,পবিত্র আল কোরআন অপবিত্র অবস্থায় পড়া বা স্পর্শ করার কোন বিধান নেই।অথচ এই কোরআনের বাংলা বা অন্য যে কোনো ভাষায় অনূদিত কোরআন ধরা বা পড়ার জন্য পবিত্র হওয়ার বিধান বাধ্যতামূলক করা হয়নি।এতে করে এটাই প্রতীয়মান হয় যে,বিশ্বের যে কোন ধর্মাবলম্বীদের কোরআন পাঠ ও এর মর্মার্থ অনুধাবন করার জন্যই আল্লাহ এক্ষেত্রে বিধান শিথিল করেছেন।এটাও কিন্তু কম বিষ্ময়ের কথা নয়।সবশেষে আমি জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে সকলকে বইটি পড়ার জন্য এবং পড়ার পর অন্যান্য ধর্মের সঙ্গে নিরপেক্ষ দৃষ্টিতে তুলনা করার অনুরোধ করছি। আল্লাহ হাফেজ হাফেজ ক্বারী মাওলানা মোহাম্মদ আব্দুল আউয়াল